সবাই লেখতে চায়,
কিছু ব্যক্তি লেখতে পায়।
কেউ বা পূণ্য হতে লেখে,
কারো লেখায় অশ্লীলতা ঠাঁয় পায়।


পূণ্য হতে আসে যে লেখা
তা সুশীল সমাজে করে কাজ,
কিন্তু অশ্লীলতার কারণে সর্বনাশা আজ।


যুব সমাজ যে লেখা পড়ে
যায় যে সে বিপথে,
সে লেখা নাই বা লেখলাম
হবে ক্ষতি কিসে?


যে ফিল্ম দেখতে পারে না
পরিবারের সবাই মিলে,
সেসব ফিল্ম করব না মোরা
অমৃত সুধা গিলে।


পূণ্যের পথে আসে যে
পূণ্যের পথে যায়,
তাদের অনুসরণেই সমাজ পাল্টায়।


যে লেখায় কিশোর-যুবক-বৃদ্ধ
জ্ঞান অন্বেষণ করে,
সেই লেখা শ্রেষ্ঠ লেখা জীবনের তরে।


“যদি মোরা সমাজে
অশুভ ছায়া দেখতে না চাই,
চলো সবাই, উত্তম  দৃষ্টিভঙ্গির খোঁজে যাই।”