আমার সমালোচনা সবাই করুক
এটা আমিও চাই;
নেইকো আমার ভয়,
তাই বলে আমার দূর্বলতার প্রতি
আঘাত হেনে নয়।
আমার ভুল সবাই ধরুক
এতেও আমি বিচলিত নই;
কিন্তু সামান্য ভুলে মানুষকে
অপমান করে নয়।
যে বিকশিত হতে চাচ্ছে
তাকে বিকশিত হতে দাও,
‍‍"ছোট মুখে বড় কথা"
প্রবাদটির কথা গুটিয়ে নাও।
সবকিছু পূর্বনির্ধারিত
ভাগ্য নামের চাকায়,
ঘুরে বেড়াই মনের সুখে-
এ জগতের চরকায়।
চলো সবাই, এ জগতটাকে সাজাই
ভুলে নয়, শুধুমাত্র উত্তম বিশুদ্ধতায়।