গরিব বলে তাকে কেন মানুষ বলো না আর?
কেন এই অবহেলা তাকে করছো বারবার?
নিঃস্ব কৃষক ফলায় যে শাক-সবজি আর ধান
খোদা নবীর পরে যেন তাঁর অবদান।
কৃষক যদি আর করে না কাজ,
দেশের মানুষ না খেয়ে মরবে যে আজ।
রোদে পুড়ে; বৃষ্টিতে ভিজে, করে কত কাজ!
অত্যাচারীদের জন্য হয় বিনা মেঘে বজ্রপাত।
মরে কৃষক, কমে ফসল, দেশে হাহাকার-
জুলুমবাজদের সুষ্ঠ বিচার হবে নাকি আর?
এদেশের উর্বর জমি যে কৃষকের দান
শোষকদের কাছে ভোগের বিলাসী-সোপান।
গরিব বলে তাকে কেন মানুষ বলো না আর?
কেন এই অবহেলা তাকে করছো বারবার?