কল্পানার স্মৃতিতে ভেসে এল বর্ষার দিন
সারাদিন বৃষ্টি পড়ছে, রিমঝিম সারাদিন।
বৃষ্টির তালে চিত্ত আমার
যেন ভাবের মহাপুলিন।
দীঘি পাড়ে হাঁসের খেলা বৃষ্টিতে হায়!
দীঘি জলে শাপলা নাচে বৃষ্টির তালে ভাই।
বর্ষার বৃষ্টিতে জাগে নৌকার দৃষ্টি
বর্ষায় ডুবে আউশ ধান,বাদল দিনের সৃষ্টি।
সারি-সারি নৌকা সেই বর্ষায়-
সোনা ব্যাঙ করে ঘ্যাং-ঘ্যাং সেই জংলায়।
বৌ-ঝিরা কাজ করে সিক্ত দাউয়ায়-
কাজ নাই কোন,
ছেলে-বুড়োর জলসা হয় নব-বন্দনায়।
বর্ষার তরে বৃষ্টি পড়ছে, রিমঝিম সারাদিন
স্মৃতিময় বর্ষাতে সুখের সাথে নাচি তা-ধিন-ধিন।
বর্ষার দিনে মোরা হয়েছি আদুল পায়
বৃষ্টিতে হারিয়ে যাই মোরা নব-উদ্দিপনায়।
কল্পানার স্মৃতিতে ভেসে এল বর্ষার দিন
সারাদিন বৃষ্টি পড়ছে, রিমঝিম সারাদিন।
বৃষ্টির তালে চিত্ত আমার
যেন ভাবের মহাপুলিন।