সৃষ্টির শুরু থেকেই কি সময়ের শুরু?
সময় থেকে সৃষ্টি নাকি সৃষ্টি থেকে সময়?
এমন একটি কঠিন প্রশ্নের সামনে
দন্ডায়মান হয়েছি আমি,
কোন কিছুর মাঝে!নেই কি সমাধান?
বিতর্কিত হয়ে বিষন্ন মনে
এক সুদূরপ্রসারী ভাবনা,
সহসা মনে,পুলকিত চোখে-
উদ্ভাসিত হলো আল কুরআন
মহাবিশ্বের মধ্যে যা শ্রেষ্ঠ সমাধান।
জিজ্ঞাস করা হয় "মাতৃগর্ভে ছিলে যখন,
তার পূর্বে কেমন ছিলে বল এখন?
নাকি বলতেও পারবে না?
কারণ সময় ছিল না তখন।"
মুখ থেকে তার বের হল না কোন বাণী,
পেয়েছে উচিত সমাধান।
বলা হল তাকে,"আল্লাহ তাআলা তিনিই
সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব যিনিই,
মহাবিশ্বের প্রতিটি বস্তু সুশৃংখল,
এবং সর্বাপেক্ষা নিয়মতান্ত্রিক ফসল।
সৃষ্ট যে মহাবিশ্ব,যা রয়েছে-
সীমাহীন পরিসরে অবস্থিত
তার সবকিছু সুগঠিত ও সুপরিকল্পিত  
অতএব মহাবিশ্ব সৃষ্টির পূর্বেও
সময়ের অস্তিত্ব  অনিবার্য।"
কিন্তু সময়ের সৃষ্টি তাঁর চরকায়
এই মহাবিশ্ব যার পরিচালনায়,
এখন তুমিই  বল-
"সময় থেকে সৃষ্টি নাকি সৃষ্টি থেকে সময়"?