সময় কি?
সময় এক রহস্য।


সেকি মহাকাল?
মহাকালও তবে সে অতিক্ষুদ্রও।


নাকি ইন্দ্রিয় সাপেক্ষ?
হতেও পারে।আবেগহীনও।


আসলে সময় কি?
আল্লাহর একটি সৃষ্টি মাত্র।


সময় কি করে?
সময় ভুলে দেয় সব স্মৃতি।


শুধুই কি ভুলায়?
না।জাগিয়েও তুলে সুদূর অতীত।


সময়ে কি থাকে?
উত্তম জীবন দর্শন,নতুবা অশুভ ক্ষণ।


সময় কিরূপ হয়?
হতে পারে ধ্বংস খেলা মাত্র।


সময় কিভাবে প্রকাশ পায়?
গ্রহের আবর্তনে বা দিনপঞ্জিকায়।


সময় কি আগ-পিছ করে?
অবশ্যই।সময় অতীত কিংবা ভবিষ্যতে যায়।


আসলে সময় কি?
মহান আল্লাহর তাআলার নিয়ামত ও রহস্যমাত্র।