অঝরে আসবে বৃষ্টি, মাতালে আসবে ঝড়
কেউই না করতে পারবে মোদের
                           এই মাটি থেকে পর,
মাটি মোদের শেষ ঠিকানা,মাটি মোদের ঘর,
শত্রু সেনারা তোরা মোদের হাতে-
                               মরবি এবার মর।


সমরে আসব মোরা হাতে শাণিত তরবারি
মুক্তিযুদ্ধে মোরা শত্রুর রক্তে,
                                 দিব যেন পাড়ি।
জানের মায়া করি না আর,
                              নাহি মোরা ডরাই,
মোরা যেন পারি শত্রুর বিরুদ্ধে লড়াই।
প্রবলবেগে আসবে কম্পন, ভেঙে যাবে সব
যিলযালের প্রকান্ড চাপে শত্রু তোরা,
                                   মরবি ধপাধপ।
মরব না, মরবে না মোদের মন
দেশের তরে মোদের প্রাণটা,
                                 সপে দিব কখন?


আগুনের মতো সূর্যোত্তাপে মোরা দ্বীপ্তমান
জীবনের শেষ মুহূর্ত হলেও,
                         শত্রুদের করব অবসান।
এসেছে ফিরে, বুলেটে বিদ্ধ,
দেহখানি রক্তে জর্জরিত, রক্তের বন্যা মাতে
উত্তপ্ত দুপুরে লাউ মাঁচার সাথে,
                       মেশিনগান রেখেছিনু কাঁধে,
মুক্তি বাহিনীর রক্তাক্ত জামা নিয়ে,
                             পাক বাহিনীর বিরুদ্ধে,
আমরা মুক্তিযোদ্ধারা গর্জে উঠি একসাথে।
সমরে মোরা, হার মানব না কিছুতেই
                    জেগে উঠেছে আগুনের ক্রোধ,
দেশের তরে মোরা,
                         শত্রুদের করব প্রতিরোধ।


অঝরে আসবে বৃষ্টি, মাতালে আসবে ঝড়
হারাতে পারবে না মোদের,
                                  পাড়ি দিব সাগর।
মোদের হিম্মত যেন ভাসবে সু-মধুর
স্বাধীনতার বিজয় মুকুট নিয়েই  
                             মোরা ফিরব শান্তিপুর।
                
                   -(আমি মুক্তিযোদ্ধা-মোঃ জহির রায়হান বলছি)



আমার বাবা মোঃ জহির রায়হান(মুক্তিযোদ্ধা) অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধের কবিতা লিখে চলছি।


রচনাকাল:২২/০৩/০৯