ইলিয়াস স‌্যারের কাব্যগ্রন্থ “ছড়িয়ে দিলাম ছড়া”
তা দেখে ভাঙা মনটাকে আবার নতুন করে গড়া।
আমিও কি পারব না ছাপাতে আমার কবিতাগুলো?
অন্তর কেঁদে যায়, তবুও যায় না আমার মনের ধুলো।
জীবন যুদ্ধে পরাজিত আমি দারিদ্রের অভিশাপে,
কিছুই পাইনি আমি যা কিছু চেয়েছি মনের উত্তাপে।
আশায় বুক বাঁধি, মনোবল দৃঢ় আছে আমার
যদি সুযোগ পাই এগিয়ে যাব গতিতে দূর্বার।
স্যারের কবিতাগুলো সাড়া জাগায় মনে
পড়তে খুবই ইচ্ছা করে, পড়ি সংগোপনে।
তাঁরই অনুপ্রেরণায় আজ আমি হয়েছি কবি
স্যারের কাব‌্যগ্রন্থের ভুবনে আজ পেয়েছি সবই।