সীমাবদ্ধতা বলে একটি কথা আছে জানি,
সীমার মধ্যে আবদ্ধ থাকার প্রবণতায়
মন চলার পথে বাধাপ্রাপ্ত হয়। জ্ঞান সমুদ্রের
অসীম সীমানায় সীমাবদ্ধতার নাকাল ছিঁড়ে,
অফুরন্ত জলরাশি থেকে,জ্ঞান উদ্ভাসিত হয়ে-
নব জাগরণ বয়ে যায়। বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে
মোরা এটা ভাবি যে,বিশাল জগতে রয়েছি
যার সীমানা বহুদূর। কিন্তু জীবন খাতায়
শত বৃত্ত এঁকেও,এটা ভাবি না যে,
যে বৃত্তে আবদ্ধ মোরা,তার পাশে
কোটি কোটি বৃত্ত রয়েছে। তাহলে
সীমাবদ্ধতা কোথায়? সীমাবদ্ধতা থাকে
মনের মাঝে। যা কুপ্রবৃত্তিকে,
দমন করার-এক আবদ্ধ পদ্ধতি।
উত্তম পন্থায় সীমাবদ্ধতা নাই।
সীমা লঙ্ঘনকারীকে কখনো আল্লাহ পছন্দ করে না।
সীমার বাইরে অবস্থান করার স্বাধীনতা,
আল্লাহ মানুষকে দিয়েছেন। তাহলে সীমাবদ্ধতা কেন?
আল্লাহ যা জানে আমরা জানি না।
তাই তো তিনি,কুপ্রবৃত্তিকে করেছেন আবদ্ধ।
উত্তম কর্মপন্থায় কোন সীমাবদ্ধতা নাই।
শয়তানের  সীমাবদ্ধতা থাকে.আল্লাহর থাকে না,
আল্লাহ অসীম ও অনন্ত। তাই তো
আল্লাহতে নাই সীমাবদ্ধতার প্রশ্ন।