বায়ান্নর একুশ যেন শুধু দিবস নয়
দিবসের মর্মবাণী শুনে
                      আমার গর্ব হয়।
সেদিনের কথা; বাংলা ভাষার তরে
            শহীদেরা দিয়েছিল প্রাণ,
            রক্তে ভিজিয়েছল রাস্তা।


বিদ্রোহ শিখা জ্বলছিল সেদিন
যেদিন ছিল রক্তের দুপুর বেলা
তান্ডব নীলা কারখানার খেলা,
সেদিনই ছিল রক্তের তাল বাহানা।


             চারদিকে ছুটছিল মানুষ
                    রক্তাক্ত রাজপথে,
                   ঘুরছিল সারাবেলা।
            
বয়ে চলছে রক্তের মেলা!
রক্তকণা দেখে শহীদেরা
ঝাপিয়ে পড়ল রাজপথে
নামাল রক্তের খেলা,
হার মানবে না তারা
                         সেই বেলা !!


মনে পরে, শহীদের রক্তের বিনিময়ে
দিয়েছিল ভাষার মেলা!
কাঙ্খিত এই দিনে করেছিল তারা
প্রতিবাদ; দূর করেছিল অভিশাপ।
লিখেছিল ইতিহাস;
জেগে উঠেছে-
              বাংলা ভাষার পূর্বাভাস।
গৌরবের স্মৃতি হলো শহীদ মিনার
মনে হয়;
             এটি রক্তের উচ্চ টিলার।
গর্বে ভরে যায় বাঙ্গালীর মন
শহীদের রক্তে সৃষ্টি হয়েছে
       বাংলা ভাষার মর্যাদার আসন।


রচনাকাল: ২৩/০৯/০৭