স্বাধীনতার পরে-
সকাল থেকে গোধুলী পর্যন্ত একা একা হাঁটছি,
বাংলাদেশের মানচিত্রের ভেতরে, প্রশ্ন জাগে-
বাংলাদেশ এখনো কি হয়েছে স্বাধীন?
স্বাধীনতার পরে রক্তঝরা এদেশের বুক,
রঞ্জিত দেহ কৃষ্ণচূড়ার মতো লাল আবরণ।


স্বাধীনতার পরে-
কেটে গিয়েছে চল্লিশটি বছর, তবু একি?
একি মরণবীণা! না শুধু দারিদ্রের অভিশাপ।
বায়ান্নর ভাষায়, একাত্তরের সমরে-
মুসলমান-হিন্দু, খ্রিস্টান-বৌদ্ধে
ভেদাভেদ ছিল না, ছিল শুধু মৈত্রীর আবেশ।
একাত্তরে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়।
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীনতা এনেছি।


স্বাধীনতার পরে -
কি হচ্ছে এসব? দূর্নীতি ছেয়ে গেছে সারা দেশে,
স্বাধীনতা নামের পাখিটি হারিয়ে গেছে।
নিত্য দিন সবাই মেতে আছে জোয়াখেলায়,
ডুবে আছে দূর্নীতির অতল গভীরে।
কেউ উঠতে চায় না,আবার উঠতেও পারে না-
দূর্নীতি তাকে আঁকড়ে ধরে আছে।
ঘটে যাচ্ছে কত রকম ঘটনা!এসব ঘটবেই?
যতদিন না মানুষ নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে।


স্বাধীনতার পরে-
নতুন ভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে ইচ্ছা করে।