আকাশের কাছে শিক্ষা নিয়ে আমি
জ্ঞানে গুণে বড় হব হয়ে বিহঙ্গিনী।
তারার কাছে দিক্ষা আমার এই
জ্বালাও পূণ্যের মশাল, সৃষ্টিতে অবনী।
তরুর কাছে শিক্ষা পেলাম
উচ্চ করো শির যখন আসে প্রলয়
সময় মোরে জানিয়ে যায়
অসময়ে কর্ম সম্পাদিত নাহি হয়।
বায়ু যেমন উড়ায়ে সবকিছু শেষ
কাজে তোমার উদ্যামতা বাড়াও,
কষ্টের সাথে যুদ্ধ করো,
যেন হয় না সুখের নিঃশেষ।
জীবন চলমান নদীর মতো
শিক্ষা যেন পাই,
খরস্রোত ধারার মতো
এগিয়ে আমি যাই।
সামনে অগ্রসরে নেইকো বাধা
অধ্যবসায় করতে মোর পিপাসা
যা কিছু চেয়েছি পূণ‌্যের মতো
তখনই পেয়েছি সব, হয়েছি সংযত।
পাখির কাছে শিক্ষা আমার
স্বাধীন ভাবে থাকতে
বাবুই পাখির মতো যেন
আপন ঘর বাঁধতে।
পুষ্পের কাছে শিক্ষা আমার এই
নিজেকে বিলিয়ে দেই,
নিস্ব-অসহায়, দুস্থ-গরীবের পাশে-
প্রকৃতির কাছে শিক্ষা যেন পূর্ণ হয়ে আসে।