বলতে পারো ভাই,“বাস্তবতা কিসে হয়?”
“কল্পনাই যেখানে আঘাতে জর্জরিত হয়।”


ওগো ভাই,“মৃত্যুর ভয় কখন না আসে?”
“জয়ের নেশায় উন্মাদ যে শুধু আত্মবিশ্বাসে।”


এটাও বলো ভাই,“মানুষের প্রতি মানুষের আস্থা কেন থাকে না?”
“আপন বিশ্বাসের যখন সঠিক মূল্যায়ন হয় না।”


বলো ভাই,“মানুষ অন্ধকারের পথে কেন যায়?”
“মানুষের বোধ-শক্তি লোপ পেলে অন্ধকারের পথে যায়।”


ওহে মোর ভাই,“কণ্ঠবিলাশী কণ্ঠ বিলায় আসল হলো কে?”
“সুরের মাঝে ডুবে গিয়ে তাল ঠিক রাখে যে।”


শুন মোর ভাই,“জীবন যুদ্ধের মহাসৈনিক কে?”
“শত সংঘাতের মাঝে মনোবল দৃঢ় রাখে যে।”


জিজ্ঞাসা মোর ভাই,“পৃথিবীতে কে সবচেয়ে সুখী?”
“পরের হিতে সুখী যে জন দুঃখী।”


অবশেষে একটি প্রশ্ন ভাই,“ মানুষ ও পশুর তুলনা কিসে হয়?”
“মনুষ্যত্বে মানুষের পরিচয়, মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান হয়।”


বুঝেছি ভাই,কবির ভাষায়-
“সবার উপরে মানুষ সত্য,তাহার উপর নাই।”