ওহে বাংলাদেশ, ওহে জন্মভূমি
ওহে বাংলাদেশ, ওহে মাতৃভূমি
ওহে বাংলাদেশ।


তোমার বুকে পদ্ম ফোটে
ফোটে কত ফুল!
তোমার বুকে জন্ম নিয়ে
ধন্য হলো কুল।


তোমার বুকে গর্বে উড়ে
লাল সবুজের পতাকা,
এরই জন্য ছিনিয়ে এনেছি
স্বাধীন নব-তেজস্ক্রিয়তা।


তোমার আকাশে উদয় হলো
নব্য স্বাধীনতার পুষা,
অমৃতের সুধায় মিশে আছে
আমার বাংলা ভাষা।


দোল দিয়ে যাও তুমি
সোনালী ধানের শিষে,
নদীতে তুমি আছো যেন
পলি মাটিতে মিশে।


সবুজের বুকে আছে তোমার
লম্বা দিঘল কেশ,
পাল তোলা নৌকায় তুমি
লাল সবুজের বাংলাদেশ।


ওহে বাংলাদেশ, ওহে জন্মভূমি
ওহে বাংলাদেশ, ওহে মাতৃভূমি
ওহে বাংলাদেশ।