কোথায় আকাশ, কোথায় বাতাস
                  কোথায় মরুভূমি?
চারদিকে শুধুই অন্ধকার
            আর অন্ধকার,
            চোখে কিছু না দেখি।
কোথায় যেয়ে মানুষগুলো?
                খারাপ হয়ে আসে,
অল্প বয়সেই তারা-
              নষ্টের ফ্রেমে ফাঁসে।
নষ্টের ফ্রেমে যে জীবন মাতায়
                 শান্তি পায় না সে,
                এই মস্ত দুনিয়াতে।
নেশা করে হচ্ছে মেড
       খায় শুধু গাজার সিগারেট,
বুঝবে শেষে এসব খাওয়া
             কত খানি ইন্টারেস্ট!!
হিরোইন, ইয়াবা হলো ধ্বংসকরী
তবুও তারা খায়,
         এসব খেয়ে যুব-সমাজ
             ধ্বংসের পথে যায়।
সঙ্গদোষে নষ্ট হয়
                 কত ছেলে-মেয়ে!
নষ্টের কারখানার তৈরী
                 মাদক-দ্রব্য খেয়ে।
ছন্দ হারায় নেশাখোর
                 তার জীবন পানে
নষ্টের কারখানার তরে তো সে
  পরিবারে অশান্তি ডেকে আনে।