ধরার মাঝে আছে যত দেশ
সবচেয়ে প্রিয় সে মোর স্বদেশ।
সবুজে রাঙানো তাঁর দিঘল কেশ-
বাংলায় পথ চলি,কল্পনাতে নেই শেষ।


সবুজ কেশে যে আলো পড়েছে ঠুঁকে
রুধির মতো সে, যেন লাল টুকটুকে।
ভাষায় যায় না বলা স্বদেশের অপরূপে
আমি বাংলার গর্বে গর্বিত, লাল-সবুজের সুখে।


নদীতে ভাসমান পাল তোলা নৌকায়
ফিরে আসি বৈঠা হাতে স্বদেশের তরে ভাই।
নদী পারাপারে সেই বাঁশের সাঁকো-
ভেঙে পড়েছে,তবুও ঐতিহ্যের ছবি আঁকো।


ধানের শিষে মাগো দোল দেওয়া মলয় তুমি
দখিনা মলয়ে বয়ে যাও বাংলার মাটিকে চুমি।
আজো মোর মনে আছে সেসব স্মৃতিময় কথা
স্বদেশের তরে হয়েছে মোর জীবন গাঁথা।