চলমান নদীর ধারা! বয়ছে প্রভঞ্জনের টানে-
আঁখি-পুলকে মনমাঝি চেয়ে আছে নদীর পানে
অতিশয় সমস্ত আহ্লাদ বিনাশ হয় নিমিষেই
মনমাঝি অভিলাষ এখন অবসানের অনুতাপেই।


কূল-কিনারা ভাঙা! এই তো নদীর খেলা-
চলমান নদীর ধারায় মনমাঝি ভাসছে সারাবেলা।
বুকে আশা নিয়ে বানায় সে আবাস তার
প্রতিনিয়ত নদীর সাথে লড়াই করে বার বার।


গগনে কালোমেঘ! কড়াকড়া আওয়াজ করে-
মনমাঝি তার ডিঙিটি ভিড়ায় ঘাটে অনুতাপের তরে।
খোদার কালাম মুখে নিয়ে ফের নদীতে চলে
চলমান নদীর ধারায় মনমাঝি বিধাতাকে কি যেন বলে!


দ্বীপ্তিমান কামনা! অনুশোচনার শোকের আবাস-
নদীর স্রোতে ভাসছে মনমাঝির সুখ-দুঃখের অবকাশ।
চলমান নদীর ধারায় প্রবাহিত স্রোতের টান
মনমাঝির মনগড়ানো প্রাণপাখিতে আছে তার প্রাণ।

চলমান নদীর ধারা! পাল তোলে নৌকা চলে দিবা-রাত্রী
তবুও মনমাঝিতে তার নাই কোন কাজের ফাঁকি
চলমান নদীর ধারা বয়ছে অনীলের টানে
আমূল প্রশান্তি রয়েছে যেন মনমাঝির মন-প্রাণে।


উত্তাল ঢেউয়ে! মনমাঝি ধরেছে নিপুন দাঁড়ের টান-
চলমান নদীর ধারায় যেন মনমাঝি ধরেছে ঐক্যতান।
চলমান নদীর ধারা উত্তাল ঢেউয়ে-ঢেউয়ে উচ্ছ্বলিত
চলমান নদীর ধারায় মনমাঝির আনন্দ আজ উদ্ভাসিত।


রচনাকাল: ০৫/০১/০৯