‘মা’ কথাটি ক্ষুদ্র হলেও-
লুকিয়ে আছে বিশাল একটি মন,
মা আমাদের আগলিয়ে রাখে
                     সারাটি জীবন।
যার জন্য দেখেছি পৃথিবীর মুখ
তাঁর আঁচলে পাই অপার সুখ।
“মা,মা,মা” ডাকলে পরে-
মা বলে,“আয়রে খোকা আয়,
তোরে দেখে বাবা প্রাণটা জুরাই।”
একটু আড়াল হলে তবে-
কাঁদতো মা আমার সারাদিন,
চোখের জল মুছি আমি,
                 একি করুণ দিন।
যে মা দশ মাস তাঁর উদরে
             আমারে ধরেছিল হায়!
মায়ের হাসিতে যেন আমি স্বর্গ খোঁজে পাই।
হঠাৎ যদি একটু পেয়েছি ব্যথা-
মা বলে ওঠে,“জাদু আমার, কলিজা আমার ওরে-
তোর কি হয়েছে বাবা? বল্ না আমায় ধরে।”
হাসিমুখে বলি,“এই তো আমি, কিছুই হয়নি ওমা
তোমার কোলে থাকব শুয়ে, কোথাও যাব না।”
মা আমার চলে গেছে দূরে-
যেখান থেকে কেউ না ফিরে।
সেই সব স্মৃতি হায়! পড়ে যে মনে
কেঁদে ফিরি আমি গোপনে-গোপনে।
“মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে?
মা তোমায় ছাড়া এ জীবনে কিছুই না মেলে।”