জন্মের পরিচয় যাদের যায় না বলা
তারা মানুষ নয় কি আর?
নর-নারীর পাপের ফসল সে,
কি দোষ তার?
নবজাতক শিশু নিষ্পাপ-
পবিত্র ফুলের মতো,
যদিও অবৈধভাবে ভূমিষ্ঠ হত,
এসব হবেই আর কত!
একটি শিশু রাস্তার পাশে
আছে পড়ে নোংরা বস্তাতে!
নর-নারীর ভুলের খেসারতে।
বোধহীন মনুষ্যত্বে নব-প্রাণকে জাগাচ্ছে
অথচ তাকে গলা টিপে হত্যা করছে।
আরেকটি শিশু আছে পড়ে নর্দমায়
গায়ে পচন ধরেছে হয়েছে নিরুপায়।
আরো একটি জ্যান্ত-শিশু রাস্তায় আছে পড়ে
''জারজ'' সন্তান বলে কেউ না তারে ধরে,
বুকে তুলে কেউ না করে আদর আর-
অবাক পৃথিবীতে কি দোষ তার?
মানুষের লাথি-ঘুষিতে হয় সে অমানুষ
হওয়াটাই স্বাভাবিক, এটা পারিপার্শ্বিক দোষ।
কেউ যদি তাকে ভালবেসে নিতো আপন করে
সে হতো না টোকাই, হতো না সন্ত্রাস জীবনের তরে।
কি হবে সে? হবে না কিছু আর!
আবারও বলি এ পৃথিবীতে কি দোষ তার?