কাকে তুমি মানুষ বলবে আর?
দেহে সৌন্দর্য্যের পসরা,
মনে পাশবিকতা আর লোভর সরদার।


কাকে তুমি মানুষ বলবে আর?
সমাজে ভাল মুখোশ পরে ভাল সাজে,
কিন্তু সবার আড়ালে করে শয়তানী কারবার।


কাকে তুমি মানুষ বলবে আর?
মিথ্যাকে যে সত্য করে,
সত্য ঢেকে থাকে মিথ্যার পাহাড়ে।


কাকে তুমি মানুষ বলবে আর?
মানুষ নামের অর্থে,
সামান্য হুশ নাই যার।