জীবনের সব মুহূর্ত এক রকম নয়,জীবনের কোন না কোন মুহূর্ত
আসে হাসি-কান্নার মাঝে। এমন কিছু মুহূর্ত আছে-যা হৃদয়ের মাঝে
আনন্দের সঞ্চার জাগায়, আবার কিছু মুহূর্তে মানুষ হয়ে পড়ে-
শোকের ছোঁয়ায় নিরব-স্থবির-অর্ধমৃত একটি প্রাণীতে।
এসবই স্মৃতি হয়ে জীবনে আনে কখনো সজীব-প্রাণবন্তের ছোঁয়া,
কখনো যেন প্রাণহীন-নির্জীব আনমনার ভাবমূর্তিতে।
সংক্ষিপ্ত জীবনের অফুরন্ত সময়ের মাঝে এমন কিছু ব্যক্তির
আবির্ভাব ঘটে,যাদের প্রকৃত পরিচয় সবার কাছে প্রকাশ পায় না-
ফলে সে সবার আড়ালে এমন কিছু প্রতিভার বিকাশ ঘটায়
যা খুবই রহস্যের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে তাঁর সঠিক
মূল্যায়ন করা হয় না।হাসি-কান্নার আড়ালে মানুষ কতটা দুঃখী,
আবার কেউ কেউ-সুখের নৌকা চালায়।এসবের জন্য কেউ এতটুকু
দৃষ্টিপাত করে না,যতটুকু তার করার উচিত ছিল তার মনুষ্যত্বে।
কারণ,জীবনের প্রতিটি মুহূর্ত একটি স্মৃতি,একটি সুখের ছোঁয়া
নতুবা একটি হৃদয় বিদারক করুণ ইতিহাস হয়ে যেতে পারে-
জীবনের প্রতিটি মুহূর্ত যত রোমাঞ্চকর ততটা পারে মর্মান্তিকও হতে।