যেতে হবে বহুদূরে, চালাতে হবে তরী-
দূর্গম-গিরি পথে শত সংগ্রামে জীবন গড়ি।
শত ঝড়ের কত ধাঞ্চায়! নাহি বসে আর,
অনায়াসে পাড়ি দিব অথৈ পারাবার।


যেতে হবে সেই চূড়ায় যেখানে শুভ্র বরফ-
মৃত্যুতেও আছে যাদের এভারেস্ট বিজয়ের গৌরব।
বাংলার মানব ভুলে নি সে কথা
এভারেস্ট বিজয়ী মুসার নাম ইতিহাসে আছে গাঁথা,
তাই তো উড়েছিল শুভ্র চূড়ায় বাংলাদেশের পতাকা।


যেতে হবে আরব দেশে যেখানে তপ্ত মরু-
বেদুইনদের সংগ্রামে তপ্ত মরুতে জন্মেছে তরু।
জীবন যুদ্ধে যাদের মরুভূমিতে উটের কাফেলা,
যেন তাদের দলে আছি আমি, ভাবছি একেলা।


যেতে হবে মহাকাশে, হব আমি পাইলট-
গ্রহ হতে গ্রহে যাব, সংকল্পের প্রেক্ষাপট।
রহস্যে যারা দূর্মর, বাঁচে তাদের জ্যোতি,
ভবিষ্যত প্রজন্মের তরে গড়ব নব-বসুমতি।


যেতে হবে সমুদ্রে উর্মি ভেঙে-
নাবিক নেতৃর্ত্ব দেয় তাঁর সংগ্রাম অঙ্গনে।
নিজধারায় চলে শত সতরঙ্গিণী,
স্বাধীনতায় উড়ব আমি হয়ে বিহঙ্গিণী।


যেতে হবে তারুণ‌্যের খোঁজে-
মৃত্যুকে করব আলিঙ্গণ চোখটি বুজে।
হাতের মুঠোয় রবে সম্ভাবনার হাতছানি,
মুছে দিব মোরা ব্যর্থতার গ্লানি।


যেতে হবে নব-রাজ্যে, হব দন্ডধর-
বিভীষিকায় মানব না হার যদিও থাকে লোকান্তর।
দেশের তরে যুদ্ধে যাব, যে দেশ আমার,
বাংলার মাটিতে নিদ্রায় যাব ইচ্ছা বারংবার।