হাসি কান্নার অন্তরালে
লুকিয়ে আছে কি?
বুঝতে না পেরে-
সবাই করবেটা কি?


হাসির মাঝেও যে দুঃখ থাকে
কেউ কেউ বুঝে না আর,
এমনি করে সে সকলে
কাটিয়ে দেয় জনম পার।


হঠাৎ সুখের খবর পেয়ে
বুকটি ভাসায় চোখের জলে,
দুঃখ নয় তবে কান্না কিসের?
সুখের আবেগের কান্না,
ধরে রাখতে পারে নে বলে।


শত কষ্টের মাঝে যার
থাকে মুখে হাসি,
সেই তো শ্রেষ্ঠ,
সে পূণ্য পেয়াসী।


কাজের মাঝে যে
দুঃখকে ভুলে যায়,
সফলতা এসে তার
দোয়ারে দাঁড়ায়।


দুঃখের মাঝে যে
স্বপ্ন দেখে যায়,
আশায় বেঁচে থাকে-
স্বপ্ন পূরণের আঙিনায়।


সাধ্যমতো চেষ্টা করে
বিনয়ের সাথে কথা বলে,
সামান্যে যে তুষ্ট বটে-
তার জীবন তটে।


সংকল্প যার দৃঢ় প্রতিজ্ঞ
দূর্গম পথে হেটে চলে,
জীবনযুদ্ধে জয়ী সে-
ফুটায় হাসি এই ভুবন তলে।


শত বিপদের মাঝে
যে হারায়নি মনোবল,
ধৈর্য্যের সাথে করে কাজ
জীবন যুদ্ধে বিজয়ী সে আজ।