আমি দালান-কোঠা, অট্টালিকা চাই না-
আমি ছনের ছাউনি দেওয়া কুঁড়ে ঘর চাই।
আমি কলে ভাঙা মোমের প্রলেপ দেওয়া মসৃন মিহি চাল চাই না-
আমি চাই ঢেঁকি-ছাঁটা খসখসে আউশের-আমনের চাল।


আমি সুইমিং পুল চাই না-
আমি চাই ব্রহ্মপুত্র নদ,তিতাস,কপোতাক্ষ,পদ্মা,যমুনা।
আমি ফুলদানির গোলাপ চাই না-
আমি চাই কাশফুল,ফুলের পাথার, সাথে মলয়ের দোলা।


আমি গাড়ি-প্রাইভেট-কার-বাস চাই না-
আমি চাই গরুর গাড়ি,পালকির প্রাণখোলা গান।
আমি সোডিয়াম লাইট চাই না-
আমি চাঁদের আলো চাই।


আমি কান-ফাটা কনসার্ট চাই না-
আমি প্রাণখোলা গেঁয়োগীত চাই।


আমি ইটের কবর চাই না-
আমি মাটির কবর চাই।
আমি শহুরে সভ্য হতে চাই না,
আমি অভিজাত হতে চাই না,
আমি গেঁয়ো,গেঁয়ো,গেঁয়ো হতে চাই।