জীবনে আসে কত নিরাশা!
কত প্রতিকূল অবস্থা!
আসে কত প্রতিবন্ধকতা!
থেমে যাবে জীবন-
যদি না বাঁধি আশা।


ধর্ম,কর্ম,বর্ণ নির্বিশেষে
রাস্তার মাঝে কাগজ কুড়োই যে,
সামান্য আশা জাগে নাকি তার?
লেখাপড়ার জন্য।
অবশ্যই আশা জাগে তার
মনের মাঝে,
অপারগ সে,
নেমে পড়তে হয় কাজের খোঁজে।


কত ভীড়ের মাঝে!
কত রকমের কাজ!
কেউ বা চাকুরীজীবি,
কেউ বা ব্যবসায়ী,
কেউ আবার কুলিমজুর।
এক মুঠো অন্নের জন্য
হাহাকার চারদিক।


কাকে মেরে কে স্বার্থ যোগায়?
একটু আশা জাগে নাকি তাদের?
একটু বদলাই।
আশা তখনই নিবে যায়
যখন তার ক্ষতি হয়
আপন মানুষ দ্বারা।


একটু আশা জাগে তখনই  
জগৎ সংসারে,
যখন সে নিজেই হাল ধরে
নিজ সংসারে,
তার আশাকে জাগ্রত করার জন্য।