দেশ আমার দেশ
তুমি কল্পনার বেশ,
তোমার অপরূপ সৌন্দর্য্য
            কেড়ে নিয়েছে-
আমার দুই নয়নের
       আলোর গতিময় রেশ।


দেশ আমার দেশ
তোমার মাটিতে বপনে বীজ
ফলাই ফসল, উৎসবের মাঝে
বয়ে আনি নবান্নের দেশ।


দেশ আমার দেশ
সীমাহীন আকাশে ঝাঁক বেঁধে
উড়ে বেড়ায় পাখি,
        আনন্দে ভরে যায়
        আমার দুই আঁখি।


দেশ আমার দেশ
বিলে-ঝিলে আছে
দেশী মাছের সমাবেশ।
কত গান গাই তোমার
              কোমল বুকে!
ভাটিয়ালী,লালন,মোর্শেদী সুরে
ভরে যায় আমার এ প্রাণ
এ যেন সুরের আবহমান।


দেশ আমার দেশ
তুমি কল্পনার বেশ,
বাতাসে দোলে ধানের শীষ,
মাছে-ভাতে বাঙ্গালী
আমার এ দেশ।


দেশ আমার দেশ
তুমি তো বিচিত্র রূপের
          অপরূপ সমাবেশ।
দেশ আমার দেশ


রচনাকাল: ১৮/০৫/০৮