ছবির মতো দেশ আমার
                   ছবির মতো দেশ,
আমার দেশের রূপের যেন
                  নাইকো কোন শেষ।


ছবির মতো দেখতে আমার
                   ঐ যে গাঁয়ের হাট,
তুলি দিয়ে আঁকা আমার
                 সূজলা-সুফলা মাঠ।
নদীর ধারে খেয়া নায়ের
                   সৃষ্টিতে এক কৃষ্টি,
বর্ষার বর্ষণে ছবির মতো
                   টাপুর-টুপুর বৃষ্টি।


ছবির মতো সুন্দর দেখায়
                  ঐ জেলেদের জাল,
সোনালী আলোয় ঝলমলে
                   ছবির মতো খাল।
পাখির ঝাঁক ছবির মতো
                 দেখতে দারুণ বেশ,
ছেঁড়া পালের ঐতিহ্যের জন্য
            আমার নদীমাতৃক দেশ।


ছবির মতো দেশ আমার
                   ছবির মতো দেশ,
আমার দেশের রূপের যেন
                  নাইকো কোন শেষ।


রচনাকাল:২৫/০১/০৯