কখন আমি ভাবি তারে-
উড়ায় চুল যখন হিমেল বাতাসে,
কখনো হায়; ভাবি আড়ালে
সে থাকে যেন নীল আকাশে।
কখনো আশার আলো জাগে-
আমার মনের অন্তরে-অন্তরে,
হারিয়ে যাই কল্পনার ত্রিপ্রান্তরে।
কখন সে হাত রাখবে হাতে-
দুজনের মধুর সংস্পর্শে;
জ্যোতিময় হবে পূর্ণিমার জ্যোৎস্নাতে।


কখন আমি ভাবি তারে-
রোদেলায় যখন ডাকবে আমারে,
কখন তাকে ভাবি আড়ালে
যখন তার শাড়ির আঁচলটি উড়ালে।
কখনো করি না তুলনা পরীর মতন,
তবুও সে মনের মানুষ, মনেতে যতন;
তারই কল্পনায় ভাবছি সারাক্ষণ।
কখন আমি চাই তারে-
যখন দুজনের মনে হবে একাকার,
দু'টি মন মিলবে ভাবনার করিডোরে।