স্মৃতির মেলা মনকে জাগায় গভীর বিষাদে
ভাবতে আমার অবাক লাগে শূণ্য পৃথিবীতে
আদর্শের আলোয় যে দিয়েছে সাড়া,
চোখের জলে সাগরে বয়ে জীবনের ধারা।
নিঃস্ব সে জন যার আছে বিশাল মন
মিথ্যার কাছে নত শির তাঁর হয়নি কখন!
যার আদর্শ ধরে পথ চলছি আমি,
উৎসাহের মাঝে অদম্য সাহস,
পেয়েছি সুশাসন; তাকে ভুলতে পারিনি
                                  সারাক্ষণ।
সমুদ্রের বিচিত্রতা যার মধ‌্যে বিদ্যমান
সূর্যের প্রখরতায় হাজার তারায় দ্বীপ্তমান।
তাকে দেখে বলি মারহাবা-মারহাবা,
তিনি আর কেউই নন, তিনি আমার বাবা।
দ্বীপ্তমান সূর্য দূর করে আঁধার-
বাবার আদর্শ ধরে চলছি বারবার।
যে আদর্শ অন্যায়ের বিরুদ্ধে সেচ্চার কণ্ঠস্বর
সে আদর্শ ধরে হব আমি জ্বলন্ত দিবাকর।
বাবার আদর্শ ধরে করছি অধ্যাবসায়,
হব ধৈর্য্যশীল; শত বাধায় হবে না আমার
                               সংগ্রামের নাশ,
হতে দিব না আমার বাবার আদর্শকে বিনাশ।
যে আদর্শ জড়িয়ে আছে আমার স্মৃতিতে,
সে আদর্শ আঁকড়ে ধরে আছি জীবনের তরে।
এখনো আমি চলছি পথে, বাবার আদর্শ ধরে।


(অনুপ্রেরণাঃ- আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান)