ছোট ছোট আশা, তার সাথে রয়েছে ভালবাসা
বুকেতে স্বপ্ন আঁকা, স্বপ্নকে ঘিরে থাকে প্রত্যাশা-
আশা পূরণ হলেও কখনো স্বপ্নে থাকে নিরাশা।
তবুও মানুষ ছোট্ট আশার তরে যায় যে ছুটে-
স্বপ্ন আঁকে তার মাধুরী মেশানো হৃদয়-পটে।
নিরাশা প্রতিভার মূল্যায়নে অবহেলিত ফানুস
আঁধার ফানুসে ঝরে পড়ে বহু মেধাবী মানুষ।
কর্মের অনুসন্ধানে পেরেশান, তবুও আশা জাগে
স্বপ্নে ফুল ফোটাতে চায় সবাই তার মনের বাগে।
নিরাশা যখন বাঁধে বাসা, স্বপ্ন হয়ে যায় দূর্দশা
ভেঙে পড়ে মন-স্তম্ভ  মুছে যায় মনের পিপাসা।
আশা ও স্বপ্নের সংমিশ্রণে গড়ে উঠে দূর্বার গতি
আশা ও স্বপ্নই পারে চালাতে সাফল্যের প্রগতি।