আমরা তরুণ, আমরা নবীন, আমরা সবকিছু
দূর্গম পথে মোরা মৃত্যুের নিয়েছি পিছু
ভীরুরা বলবে ডেকে,“পালাও, ঐ যে আসছে ভয়”
পালাব কেন ভয়কে মোরা করব বিজয়?


আমরা আকাশ, আমরা বাতাস, আমরা তরুণের দল
শত্রুদের হরণ করে বাড়াব মনোবল
একি দেখি? সব তো ভীরুর মেলা,
সাহস নিয়ে করব মোরা বিপদের মোকাবেলা।


আমরা মাটি, আমরা খাঁটি, আমরা দামাল
মাটির তরে মোরা শিখব রণ-তাল
যুদ্ধে যখন নেমেছি যুদ্ধ করে যাব,
না হয় দেশের তরে জীবন বিলিয়ে দিব।


আমরা পাহাড়, আমরা মরু, আমরা নব-উদ্বেল
সংগ্রামে মোরা দেখাব নব-খেল
মেঘের গর্জনে বৃষ্টি মোরা, ‍সূর্যের আগুন;
সুন্দর করে দেশকে গড়ে গাইব গুনগুন।


আমরা প্রীতি, আমরা মমতা, আমরা ভালবাসা
দূর করতে চাই দুঃখীদের দুঃখ-দুর্দশা
অনাহারির মুখে তুলে দিব অন্ন,
মোদের আশা পূরণ হলে হব মোরা ধন্য।


আমরা গীতিকার, আমরা সুরকার, আমরাই গাইব গান
সবার তরে বিলিয়ে দিব মোদের তাঁজা-প্রাণ
আমরা গাইব নব-জাগরণের গান,
যেন দেশের তরে শেষ না হয় মোদের অবদান।