অনন্তকাল ধরে পথ চলছি আমি
কখনো দ্রুত, কখনো আবার থেমে-থেমে,
ক্লান্ত দেহ!আর পথ চলতে পারছি না,
তবুও যেতে হবে গন্তব‌্যস্থানে।
কোথায় সেই গন্তব‌্যস্থান? কোন হদিস না পেয়ে
স্তব্ধ-নিরব, নির্বিকার হয়ে পড়ে আছি পথে-
সঙ্গীহীন সারাদিন,বহুবছর আর অনন্তকাল।
কালের আবর্তে ভাসমান তরীতে একাকী আমি,
নিত্যদিন কত কিছু দেখেছি আমি?
দেখেছি সব আজগুবি কান্ড!
পাথর যুগে পাথরের ছড়াছড়ি-
বোবা মুখে পাইনি স্থান,তবে ইশারায় আমাকে
বুঝিয়েছে অনন্তকালে চলার ধারা।
কঠিন থেকে কঠিন হয়ে নামছে কারা?
আবার পথচলা শুরু করেছি মাত্র-
হঠাৎ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি,
কেউ বা একজন আমাকে তার
সঙ্গী করে নিয়েছে বলে।
এরপর বহুবছর কেটে গেল, আমার অস্তিত্ব
সজীব করে পৃথিবিতে ছড়িয়ে দিল।
আজও আমি বিকশিত হচ্ছি,
ছড়িয়ে দিয়েছিলাম মোর পিপাসিত আশা,
অনন্তকাল ধরে আমি পথ চলছি তো চলছি,
তাই তো আজ,আমি ভাষা হয়ে কথা বলছি।