আমি দুরন্ত, আমি তারুণ‌্যের জয়গান
আমি বিদ্রোহী, আমি নজরুলের প্রলয় বিষাণ।
আমি তরুণ, এগিয়ে যাই দুস্তর পথে
ভয়কে দূর করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।


আমি দূর্বার, আমি উত্তাল পারাবার
আমি পাঞ্জেরী, আমি রেঁনেসার কর্ণধার।
আমি অগ্নি, পুড়ে করি ছারখার
নতুনকে সৃষ্টি করি যেন অপার বিজয় আমার।


আমি যিলযাল, আমি উদ্ধত্ব নব-উদ্বেল
আমি বিস্ময়, আমি ক্ষুদিরামের নব-খেল।
আমি প্রভঞ্জণ,মানি নাকো বাধা
চোখের ইশারায় তরীতে মৃত্যুর লাপাত্তা।