সোনার চাঁদরে মোড়া আমার দেশের মাটি
বাংলার ছোঁয়ায় মাটি আমার হয়েছে শীতলপাটি।
মাটির পরতে পরতে ছড়িয়ে আছে সোনা
কৃষকের কোমল-কঠোর হাতে যেন এটি বোনা।
মাটির মৃৎশিল্প বানায় মা,পিসি আর মাসি
রোদেলা বৈকালে গাছের ছায়ায় রাখাল বাঁজায় বাঁশি।
সূর্যের আলোয় চিকচিক করে নদীর বালি
বাংলার মাটির স্নিগ্ধ সুগন্ধে দূর হয় মনের কালি।
গ্রামের মেঠো পথের পাশে সোনালী ধান
উর্বরতার পলি মাটি নিয়ে নদীতে এসেছে বান।
নদীর তটে ফুটে আছে কোমল কাশফুল
আমার দেশের সোনার মাটি খুবই তুলতুল।
এই মাটিতে আছে ধনী-গরীব-মধ্যবিত্ত
আমার দেশের কোমল মাটিতে গড়া স্বপ্নের মানচিত্র।
সোনার চেয়েও খাঁটি আমার মাটি ও দেশ
আমার দেশের মাটিকে ঘিরে নাই কল্পনার শেষ।
বিশ্বের মানচিত্রে সবুজে ঘেরা আমার দেশ
বাংলা মাটির টানে স্বাধীন লাল-সবুজের বাংলাদেশ।