আমার দেশের মাটিকে দেখলে মনে হয়
যেন ঘুমিয়ে আছি মায়েরই কোলে,
নদী মহুনায় ফিরে আসি স্রোত হয়ে
মায়ের আঁচলের কোমল ছায়া তলে।
মায়ের ছেঁড়া শাড়িতে আঁকা-
সবুজ-শ্যামল, গাছপালা,
লতা-পাতার ছবি
আমার দেশের রূপের কাছে
হার মেনেছে সবই।
আমার দেশের সোনালী ধান-
উড়ায়ে কৃষাণীর হাতে,
মাড়াইয়ে ধান হর্ষে-
কৃষাণীর সারা দিন কাটে।
আমার দেশের ত্রিপ্রান্তর মাঠে
আছে গরু-মহিষের পাল,
জল রং আর তুলিতে আঁকা
চলন বিল আর খাল।
আকাশ ছোঁয়া শঙ্খচিল,
গাছের ছায়ায় রাখাল,
বাঁশি বাঁজায় মনের সুখে
সুরেতে রেখে তাল।
ঘরে ফিরা রাখাল
নিয়ে যায় গরুর পাল।
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
ছড়িয়ে তার কেশ,
সব দেশের চেয়ে সুন্দর আমার দেশ।