একটু কল্পনায় ডুবে,
দেখি একটি ছায়া।
দেখতে ঠিক আমারই মতো,
বলছে ডেকে, “কোথায় যাচ্ছ?
অন্ধকারে কেন পা বাড়াচ্ছ?
আলোর পথে যেতে ইচ্ছা হয় না কি তোমার?
কোন স্বার্থে এসব করছ?”
থমকে গিযে দাঁড়াই।
ভয়ে ভয়ে এগিয়ে যাই,
প্রশ্ন করি-“তুমি কে?
কেনই বা এসব বলছ?”
ধমক দিয়ে বলে সে-
“আমাকে চিনো না তুমি?
এত শিগ্রই ভুলে গেলে?
ভুলাই স্বাভাবিক,
এটা তোমার দোষ না,
সব দোষ আমার।
আমি তোমাকে স্মরণ করিয়ে দেই নি,
কারণ তুমি মোহে ব্যস্ত ছিলে।”
আমি বললাম-“হঠাৎ কেন করলে স্মরণ?”
একটু মুচকি হেসে সে বলল-
“আমি চলে গেলে তুমি পশু হয়ে যাবে
বিধায় আমি চলে যাই নি।”
ছায়াটি অদৃশ্য হয়ে গেল রূপে আমার
তাই তো খোঁজে চলছি--
আমার বিবেককে বারবার।