সময় স্রোতের কর্ম
                 জীবনের নদে,
হাসি কান্না বয়ে যায়
               প্রতি পদে পদে।
একটু একটু করে
              সব পিছে ফেলে,
বয়স বৃক্ষ হেথা
               ডালপাতা মেলে।
এক-একটি দিন আর
                এক-একটি রাত,
আয়ুর হিসেব কষে
                ছেড়ে দিতে হাত।


মুছে ফেলে মলিনতা
                 আঁধারের কালো,
স্বাগত জানাও নব
                 প্রভাতের আলো।
নুতন আসিছে হেথা
                     বরণের তরে,
মঙ্গল প্রদীপ জ্বলুক
                   প্রতি ঘরে ঘরে।
হিংসা দ্বেষ সবকিছু
                 মুছে ফেলে আজি,
নতুন বছরে এসো
                     নবরূপে সাজি।


প্রভাত শীতল স্পর্শ
                     তারপর ধীরে,
ঊষ্ণ দিনের আলোয়
                    যায় যাক ঘিরে।
তবু আজি এ শপথে
                    শুরু হোক চলা।
মানবতা সাথে নিয়ে
                      হৃদয়ের মেলা।
ধর্ম বর্ণ রঙ সব-
                         ভুলে চলো,
নব জীবনের নব মন্ত্রে
            নব দিশা আজ খোলো।


নববর্ষের পূণ্য প্রভাতে
                   খুলিয়া হৃদয় দ্বার,
প্রেম প্রীতি ভালোবাসা
                      হোক একাকার।
ক্ষোভ হিংসা রাগ ঘৃণা
                      যা আছে অন্তরে,
সব কিছু উজাড় করে
                         ভাষাও সাগরে।
যে সাগরে বয়ে যায়
                        পুরানো সে কাল,
সব ভালো স্মৃতিপটে
                            থাক চিরকাল।