কথায় কথায় ফুলঝরে শুধু
কথায় কথায় রাত,
কথায় কথায় শিরে ছু্ঁয়ে যায়
বেদনা ভোলানো হাত।
কথায় কথায় কতো ভোর আসে
প্রভাত পাখির গান,
কথায় কথায়
ভেঙ্গে যায় চিরপরিচিত অভিমান।
কথায় কথায় হৃদয়ের বুলি
শিখে যায় এক হৃদি ,
কথায় কথায় আকাশ কুসুম
তুলে আনি, চাও যদি।


কথায় কথায় ধর্মঘটের
ডাক দিতে আমি পারি,
কথায় কথায় দল বদলানো
পাল্লা যেদিকে ভারি।
কথায় কথায় হাজার শপথ
আমি নিতে পারি রোজ,
আগামী দিনেতে দেওয়া সে কথার
রাখব না কোনো খোঁজ।
কথায় কথায় গোলাগুলি তবু
গনতন্ত্রের জয়,
কথায় কথায় ধর্মের নামে
উত্পীড়নের ভয়।


কথার মাঝেই খুশির নিশানা,
কথায় কান্না ঝরে।
একটি কথায় বেঁচে ওঠে প্রাণ
একটি কথায় মরে।
কথায় কথায় প্রিয়জন যত
ছেড়ে চলে যায় দূরে,
তাদের স্মৃতিটি গাঁথা হয়ে থাকে
উদাসী হৃদয় জুড়ে।
কথাতেই মেলে বাঁচার পন্থা
আমরা বেঁচেই থাকি,
অনেক কথার পরেও কী কথা
তবু রয়ে যায় বাকি।