নির্জন তুমি নিশীথ জড়ানো গহন সবুজ ভরা,
তোমার কোলেতে লুটোয় আকাশ, তোমাতে ধরনী হারা ।
তপ্ত কিরনে শীতল ছায়ার তুমি অঞ্জলি ভরো ।
শত শত প্রানে বর্ষা বাদলে ত্রানের চাদর ধরো।
শ্যামল সবুজে ফুলের ঘ্রাণেতে শরতে মাতাও ধরা,
হেমন্তেরই শিশির স্নানে সিক্ত বদন সারা ।
কত শত জীব শীতের প্রকোপে তোমার আঁচল তলে ।
নির্ভয়ে কাটে জমাট নিশীথ ঊষ্ণ আদর কোলে ।
বসন্তেরি পাতা ঝরা দিনে রুক্ষ তোমার রুপে ,
রঙে রঙে সাজে নূতন ভুবন নব-কিশলয় ছাপে ।
কখনো তুমি স্বপ্নে সাজানো আসার আলোকে ঢাকা,
ফুলে ফলে ভরা স্নেহের আঁচলে মায়ের মমতা মাখা ,
কত মুনি ঋষি তোমার ছায়ায় গাহিল বেদের গান,
কত মৃগ শিশু খেলিল ছুটিল পাখি দিল কলতান।
কবির কলমে তোমার রূপের বর্ননার নাহি শেষ ,
দিয়ে গেছো তুমি উজাড় করিয়া কখনো করোনি ক্লেশ ।
সয়েছো নীরবে তপ্ত খরা ঝঞ্ঝা বাদল অসনি ,
দিয়ে গেছো শুধু নাওনি কিছুই মহীয়সী তুমি বনানী ।