আমার মৃত্যুর পর,
ফুল হাতে তুমি দাঁড়ায়োনা এসে।
বিক্ষিপ্ত চুর্ণ হওয়া আলুথালু বেশে।
দেবে যদি দাও তবে গ্রহনযোগ্য এখোনো আমি।
আমার মৃত্যুর পর ঝরিয়োনা আশ্রুকণা মোরে ভালোবেসে।
দিগন্ত জুড়িয়া যবে উজ্বল কিরণে ব্যপ্ত দিনাকর।
নিদ্রিত অলস নেত্রে তুমি, আচ্ছন্ন প্রগাঢ় !
আঁধার আসিলে হেথা কালের নিয়মে,
একটু কিরণ লাগি করো হাহাকার।
আমার নিরব ওষ্ঠে উচ্চারিত শব্দহীন বাক,
নয়নে নয়ন পশি বুঝিবারে করোনি প্রয়াস।
আমার মৃত্যুর পর নিথর শরীরের ডাক,
আর তুমি শোননাকো,
শোন শুধু ফেলে যাওয়া শেষ দীর্ঘশ্বাস।


তারপর কোন এক সন্ধ্যাকালে শ্রাবনের মাসে,
দেখে নিও দাঁড়ায়ে আছি আমি স্তিমিত অন্ধকারে মিশে।