কবিতায় খুঁজি জীবনের মানে কবিতায় প্রাণ পাই,
মনের গভীর অতল সাগরে ডুবে ভাষা হাতড়াই।
প্রকৃতি দিয়েছে কতো রূপ রঙ সূর্য দিয়েছে আলো,
তবু যেন আজ মানব জীবনে কিছু নেই শুধু কালো।
রাজনন্দিনী রূপ যতো আজ বাজারে বিকোয় হেলায়,
গ্রন্থাগারের গারদ খানায় কিতাবেরা শেষ বেলায়।
ভাষার যতেক মিষ্টতা আজ পরবাসে গেছে চুরি,
মিশ্রিত হয়ে কে কোথায় কবে কখনো যায় বা ঝরি।
আমি কে ছিলাম কি বা পরিচয় সে সব গিয়েছি ভুলে,
নজরুল কবি রবীন্দ্রনাথ রয়েছেন নাকি মূলে,
বিদেশি দরদে নকল খেয়ালে সহজে করেছি কপি,
বন্ধ করেছি বাঙালিয়ানার সেই সুমধুর ঝাঁপি।
আজো মনে পড়ে দুই বিঘে জমি বাঙলার সেই রূপ,
শরত বাবুর মহেশে গফুরের আঁখিজল টুপটুপ।
কোথায় চলেছি কোন পারে ধেয়ে পিছু রেখে পরিচয়,
নব নব রূপে কাহারে মিলিতে নিজেকে না চেনা হয়।
সত্যজিতের চলচ্চিত্র কতো দেশ দিতো পাড়ি,
আজকে দখিনা নকলের গতী, অস্তিত্ব নিয়েছে কাড়ি।
কথায় কথায় রবীন্দ্রনাথ মুখে নজরুল বাণী,
অথচ শিক্ষা সাহিত্য প্রসারে রাজনীতি নিয়েছি টানি,
ওঠো তুমি জেগে ওগো নুতন কবি কলম শানিয়ে আজি,
অস্তিত্বের সংগ্রামে আজ বাঙালিয়ানার পূঁজি।।