আমার দেশের মানুষগুলি ,
বেজায় সিধে-সাধা।
কেউ বা কোথাও ভাই সাজে তো
কেউ হয়ে যায় দাদা।
বিদ্যেবুদ্ধি জ্ঞানের বহর
দেখলে অবাক লাগে ,
পান থেকে চুন খসলে তারা
অন্ধ যে হয় রাগে।
সাহস হেথায় রাস্তাপরে
বেসামাল হয় গাড়ি ,
কাঁচগুলি তার ঝাঁঝরা হয়ে
থাকবে সেথায় পড়ি ।
দয়া মায়ার শরীর তাদের
বেবাক হৃদয় খোলা ,
সব ভুলে যায় দেখলে চটি
পাঞ্জাবিটা ঢোলা ।
সংগীতে তার মন যে কাড়ে
যেমন বাজে ঢোল ,
নাচতে থাকে দু-হাত তুলে
বলো হরি বোল ।
মান্যি গন্যি করায় তাদের
জুড়ি মেলা ভার ,
সেবক থাকে মাথায় চড়ে
শ্রদ্ধা এমন অপার ।
হে আমার দেশের মানুষ
তোমায় করি নমন ,
ধুরুন্ধর সব রাজনীতিবিদ
আর-  বোকা জনগণ ।