রে মূঢ় অন্ধবিশ্বাসী, তব কল্পিত ভগবান-
দেয় নাহি কিছু তোরে দেবে নাহি কিছু
যত কর করজোড়ে তারে আহ্বান।


তব পার্শ্বে চলমান
রক্তমাংসে গড়া প্রাণ
আজি উপেক্ষিত তোমা তরে।
দেয় যদি কিছু দেবে
চেয়ে দেখো সেই মানব-মহান।


দুই হাত তুলে
চাহিয়া আকাশপানে
দিবানিশি জপ তুমি কল্পিত দেবতারে।
যে তোমারে অন্ন দিল চিরে হেথা ধরণীর বুক
দেখ নাহি মেলিয়া নয়ন তব - দেবতা সন্মুখ।


দিবানিশি রোদে-জলে করিয়া অক্লান্ত শ্রম
যে চাষা ফলালো ফসল,
সেই অন্নে প্রস্তুত হইল তব দেবতার ভোগ।
তবে কেন আজি তারি তরে মন্দিরে আগল?


উন্মুক্ত করো দ্বার প্রণমীয়া মানুষ দেবতারে
সেই দিলে কিছু দেবে,
তোমার কল্পিত দেবতা-
আজি হয়েছে কাঙাল।


নাও তারে বুকে টানি ভাই বলে করিয়া আহ্বান।
সেই কিছু দেবে হেথা, সব থেকে বড় সেই মানব মহান।


==========*=========


(তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি সেই সময়ের লেখা)