ঘাসের পাতায় জমলো শিশির ঘাস পুলকে তাই,
স্বপ্ন মনের কল্পনাতে গল্প লিখে যায়।
পদ্ম পাতায় টলটলে এক শিশির কণা নিয়ে,
শতদলে খুশির হাওয়া যায় যে সাথে বয়ে।
কিন্তু যবে সূর্য্যি জাগে সেই শিশিরের কণা,
আলিঙ্গনের উচ্ছাসেতে দেয় যে মেলে ডানা।
না পেলো সে তৃণের কুটির পদ্মপাতার বাসা,
হাওয়ার সাথে মিলিয়ে গেলো তাহার ভালোবাসা।
এমনি কারো কথা ভেবে মনের কোনায় যদি,
গল্পসুখের কল্পনাতে বহে সুখের নদী,
সে স্রোত হবে ক্ষণকালের, যেমন শিশির কণা,
তৃণ, কমল, সূর্য্যি, তাহার কারো হতে মানা।