তোমাকে খুব দরকার


নিকষ আঁধারে সুড়ঙ্গ কেটে খুঁজি তোমায় রাত্রির বুকে,
খরস্রোতা নদী সময়ের মাঝখান থেকে
তোমাকে বার করে  বসাতে চাই কাছে।
গভীর আলিঙ্গনে আর্কিড জড়ানো
নিস্তব্ধ পাহাড় করে তোমাকে
বুকে মুখ গুঁজবার লোভ হয়,
তোমার চুল, নখ, লবনাক্ত ঠোঁট
ভেষে যায় পানসি মেঘের সাথে।
রাত্রি যতো গভীর হয় কুয়াশার অঙ্কুশ চেপে বসে বুকে।
তোমাকে খুব দরকার।
একটু উড়ে আসবে শীতল হাওযায় বুক মেলে,
তোমার ওড়নায় এলিয়ে দিতে ইচ্ছে করে নিজেকে,
দেহের ঘ্রাণে সজীব হয়ে উঠতে মন চায়।
নিস্তব্ধ আঁধারের খাদান থেকে টেনে বার করতে পারো শুধু তুমি,


তাই তোমাকে আজ খুব দরকার।