আক্ষেপ আজ জাগে মনে বড় হলাম কেন,
প্রকৃতির এই নিঠুর নিয়ম, সব হারালো যেন।
যে ভাই ছিল প্রাণের প্রাণ দু:খ সুখের ভাগি,
যে বোন ছিল ত্যাগের প্রতিক আমার সুখের লাগি।
আজকে তারা কে যে কোথায় মনের অনেক দুরে,
সম্পর্ক গড়ছি নুতন পুরানো যায় সরে।


হাজার কষ্ট বুকের মাঝে একলা চেপে রাখি,
ভাই বোন কে আজকে তার ভাগ নিতে না ডাকি।
বিস্কুট আর লজেন্স নিয়ে সে কি কাড়াকাড়ি,
কাঁচা আমে নুন মাখিয়ে আবার জড়াজড়ি।
মুখ ফুটে আজ দু:খ ব্যথা বলা তো না যায়,
কেন বড় হলাম এতো হলাম অসহায়।


শহরমুখি আজকে এ মন একটু নিয়ে স্থান,
সাগর থেকে বেরিয়ে এসে কুঁয়োতে খুঁজি প্রাণ।
সেথায় ছিল দিগন্ত জুড়ে স্নেহের আলিঙ্গন,
আজকে হেথায় ধুঁকে ধুঁকে মরছে আমার মন।
আয়রে আমার শৈশব তুই আর একটিবার ফিরে,
সম্পর্কের সুতোয় গাঁথা আমার সুখের নীড়ে।