যদি এ পথ আমার মিশতো গিয়ে তোমার পথের বাঁকে,
আমি নানান ছুতোয় দৌড়ে যেতাম হাজার কাজের ফাঁকে।
যদি দক্ষিণে নীল শালুক ফুলের থাকতো সরোবর
বামে বেলির থাকতো বাড়ি মাধবী লতার ঘর-
হাত ছড়িয়ে ভিক্ষে নিতাম ফুলের ডালি ভরে,
মালায় গাঁথা সে ফুল হাতে দেখতে তোমার দ্বারে।
যদি আকাশ নীলে সাদা মেঘের ভেলায় যেতো চড়া
কিম্বা যদি থাকতো কাছে পক্ষীরাজ এক ঘোড়া
আমি সারা দুপুর তোমায় নিয়ে আকাশ চষে এসে
সন্ধ্যেবেলা বেলির মালা খোঁপায় দিতাম হেসে,
আমার নদী বইতো যদি তোমার তোমার দুনিয়াতে
সেই নদীতে ভেলার পাড়ি দিতেম আঁধার রাতে
জ্যোৎস্নামাখা পাহাড় কোলে
তারার মালা পরিয়ে গলে,
সারাজীবন আপন করে হাত রাখিতাম হাতে।
যদি আমার সূর্য উঠতো হেসে তোমার সকল প্রাতে।