আকাশ কেন রাখলো আজি সূর্য টাকে ঢেকে,
দখিন হাওয়া মুখ ফিরিয়ে রয়েছে কেন বেঁকে।
পাখিরা কেউ গাইলো না তো সকাল বেলার গান,
ঝর্ণা নদী থমকে গেছে ভুলেছে তার তান।
রামধনু টাও রং হারিয়ে মিলায় দিগন্তে,
ফুলেরা সব কুঁড়ির ভিতর ঘুমোয় একান্তে।
ঘাসের ডগায় জলের কনায় প্রতিবিম্ব দেখে,
হুঁশ হলো মোর সবাই কেন এমন ছবি আঁকে।
রঙ হারিয়ে সুর ভুলিয়ে রয়েছে সব সাজি,
রয়েছে এ মন বিষন্নতায় মন খারাপে আজি।