কে তুই আমার দেশ রে ওরে, কে তুই আমার দেশ,
লিখছি পড়ছি খাচ্ছি ভালোই, আমি আছি বেশ।
তোরা রাজনীতি কর আখের গোছা, আমিও তাই করি,
বাজারে যা খাবে তাই লিখে যে পেট ভরি।
তুই চলবি তোর পথে আর আমি আমার পথে,
তোরা টের পাবি না বাজেট গুলো গেলো যে কোন খাতে।
কোথায় গরু কোথায় শুয়োর এই নিয়ে সব বসে,
'মরা মানুষের চুল ছিঁড়ে শব হালকা করার আশে'।
যন্ত্রণাময় বেকারত্ব শিল্প সমাধিতে,
শ্রমিক শ্রেনীর শ্রম হারালো একশো দিনের খাতে।
পাওয়া আর পাইয়ে দেওয়ার রাজনীতিতে দেশ,
জাতিরা আজ প্রতিযোগিতায়, পিছিয়ে পড়ার রেস।
সাধারণ কোচে জায়গা নেই পা'টুকু ঠাঁই পাবে,
আসছে হেথায় বুলেট ট্রেন শব্দ বেগে যাবে।
হেথায় ধানের থেকে চাল সস্তা তবু কৃষক লাগায় ফাঁস,
কোটি কোটি মুকুব হলেও হাজার দশে বাঁশ।
সৈনিক রা মরবেই তো মরা'ই তাদের কাজ,
দেশ কে টুকরো করবো বললে মাথায় দেবে তাজ।
দেখে শুনে আজ পাগল হয়েছি প্রলাপ বকছি তাই,
সাতচল্লিশ কবে চলে গেছে তবু এখনো মুক্তি নাই।।