"বলিতে চাহিলে" অনেক কথাই আছে গো এখনো বাকি,
জীবনের তরে নেই কিছু আর, এখানে মস্ত ফাঁকি।
সূর্য উঠিছে বহুযুগ ধরে কিন্তু দেখিবে চেয়ে,
প্রতিদিন আসে নব নব রূপে নুতন সকাল নিয়ে।
চির ধাবমান নদীর বুকেতে দেখিও ঢেউয়ের ছবি,
আসে আর যায় বহুরূপ ধরে না হয় প্রতিচ্ছবি।
তবে কেন ভাই বিমুখ হইয়া তুমি শুধু একা বসে,
একঘেয়েমি জীবন ভাবিয়া ক্লান্ত হয়েছো শেষে।
শরীরের মাঝে বেঁধে রাখা প্রাণ নয় জীবনের মানে,
মুক্ত বিশ্বে মিলাও তাহারে আসবে জোয়ার প্রানে।
খুশিতে ভরবে তোমার আকাশ ফুটবে বাগানে ফুল,
জীবন নদেতে বয়ে যাবে স্রোত ছাপিয়ে মনের কুল।